## আমি লেখালেখিতে একটু বোহেমিয়ান টাইপ। যখন ইচ্ছে করে আমার কলম খাতার পাতায় ঘুরতে থাকে। ছন্দ আমার আসে না এবং আমি জানিও না কিন্তু আমার কিছু বন্ধু 'রুমেলা ছন্দ' দিয়ে লেখা লেখি করছেন। এই ছন্দটি না কি প্রথম লাইনের শেষ শব্দটি দিয়ে পরের লাইন শুরু। এইভাবেই চলবে। বিষয় টি বেশ লাগলো। লিখলাম কিন্তু হল কি না জানি না ##
- এত কি ভাবছো বসে আমায় নিয়ে?
- নিয়ে না হয় নাই বা গেলে
- গেলে কি আর আসবে ফিরে
- ফিরে দেখা সেই সব দিন!
- দিন বুঝি কাটে না আর?
- আর কিছু বলার তো নেই
- নেই বুঝি আর ভালবাসা?
- ভালবাসা তো মনেরই টান
- টান কি আজও আছে
- আছে না কি সবটা গেছে?
- গেছেই যদি, তবে যেতেই দাও
- দাও গো আবার দু হাত ভরে
- ভরে থাকুক আমার এ প্রাণ
- প্রাণে লাগুক নতুন আশা
- আশা মানেই যে ভালবাসা।