আলতো করে ছুঁলেই না হয়
আমার দুটি হাতের পাতা
যুঁই বকুলের গন্ধ মাখা
বিষের গন্ধ নেই কো সেথা...
জ্যোৎস্না রাতে খুঁজলে না হয়
চাঁদের বুকে ভালবাসা
মনটা ভাসুক নরম আলোয়
কলঙ্কটুকু থাক না আঁকা......
গভীর ভাবে দেখলে না হয়
কাজল কালো চোখের তারায়
কলঙ্ক রাগ কি পেলে সেথায় ?
এ যে শুধুই ভালবাসা......
......তবুও আমি একদিন ঠিক
তোমার চোখেই উঠবো ফুটে
বদলে যাবো সন্ধ্যাতারায়
তখন তুমি বলবে হেসে
এই তো আমার সাঁঝবাতির সেই রূপকথা ...