পিছনে রেখে এসেছি সেই রাজপথ
যেখানে তোমার পদচিহ্ন ছিল ,
ফেলে এসেছি সেই নিশ্চিন্ত আশ্রয়
যেখানে তোমার রাজকীয় উপস্থিতি ছিল...
তোমার মুখেই শুনেছিলাম
'নেই' না কি বলতে নেই
তবে কি আজ আমার কাছে
তুমি শুধুই বাড়ন্ত !
বুকের মাঝে জমাট বাঁধা ভালবাসাটা
ভাঙতে গিয়ে দেখেছি আজও সে অক্ষত
তবে তুমি কেমন করে হয়ে গেলে
আজকে শুধুই বাড়ন্ত !
তোমার হাসি , তোমার গান
কথা বলা অফুরান প্রাণ
সে সবটুকুই তো ছড়িয়ে আছে
মনের এ প্রান্ত থেকে ও প্রান্ত
তবুও সবাই বলে কেন
তুমি না কি আজ বাড়ন্ত !