অবশেষে সেদিন যখন তোমার বাড়ি এলাম
দরজার ওধারে তোমার অবাক মুখ
মুহূর্তে সামলে নিয়ে বললে , "এসো এসো"
আমাকে বসতে দিয়ে চপল হরিণীর মতন
অন্দরে চলে গেলে ।
বুঝলাম কিছুটা সামলে নিয়ে আসবে ,
কতবার আসার কথা লিখেছ কিন্তু
সঠিক সময় না হলে কি করে আসি বলো তো !
ফিরে এসে হাসিমুখে বসলে খোলা জানালার পাশে
এই সেই জানালা, যেখানে বসে জন্ম দিয়েছ
কত ভালবাসার কবিতা ।
অরুন্ধতী ,
চোখের পাতা কাঁপছে তোমার তিরতির করে
হাওয়ায় তোমার চুল এসে খেলা করে যাচ্ছে
কপালে , চোখে , মুখে
তুমি দু হাত সরিয়ে দিতে চাইছ জোর করে
এ এক অদ্ভুত সময় , মন চাইছে তোমায় ছুঁতে
লজ্জা রাঙা মুখে তুমি চোখ তুলে তাকিয়েই
ত্রস্ত হাতে অবাধ্য আঁচল টেনে নিলে ।
আমি জানি না ভালবাসা কাকে বলে !
শুধু অপলক দৃষ্টিতে দেখছিলাম তোমায়
এই সেই অরুন্ধতী যে আমার জন্য জন্ম দিতে পারে
হাজার কবিতা...
তোমার কাজল টানা দুটি চোখের প্রেমে
আমার পৌরুষ থমকে যায়
এ এক ভয়ঙ্কর নিস্তব্ধ দুপুর
সময়টা শুধু অপেক্ষার প্রহর গুণে চলে
সেই মধুর মাহেন্দ্রক্ষণের
অরুন্ধতী , আজ বুঝলাম ভালোবাসা কাকে বলে
আজ যে শুধুই ভালবাসার দিন ...