এই আসরে আমি অনেকদিন আছি , ইদানীং হয়তো লেখা দিচ্ছি না কিন্তু পড়ছি । অনেকদিন আগে এডমিনের কাছে প্রস্তাব দিয়েছিলাম আবৃত্তি বিভাগ চালু করার জন্য । আর আজ এতদিন বাদে সেটা হয়েছে বলে খুশি হয়েছি।
এখন আসরে অনেক কবি । সময় করে হয়তো সবার সব কবিতা পড়া হয়ে ওঠে না । বেশ কয়েকদিন ধরে আমি আবৃত্তি শুনি এবং সেই আবৃত্তির কবিতাও পড়া হয়ে যাচ্ছে। এটা খুব ভালো দিক বলেই মনে হচ্ছে আমার । এইভাবে অনেক কবির কবিতা আমায় আকৃষ্ট করেছে যেটা হয়তো কবিতা খুঁজে খুঁজে হতো না।
বেশ কিছু আবৃত্তি শুনে সেই কবিতা পড়তে গিয়ে অনেক সময় সেই কবির লেখা আরও বেশ কিছু কবিতা পড়া হয়ে যাচ্ছে , এটাও একটা ভালো দিক বলেই মনে হচ্ছে আমার। এমন কয়েকজন কবিকে পেলাম যাদের একটাও কবিতা আমার পড়া হয় নি কিন্তু তাদের কবিতার আবৃত্তি শুনতে গিয়ে পেলাম তাদের আরও অনেক কবিতা যা সত্যি সুন্দর।
এই আসরের সবাইকে অনুরোধ করি যে আপনাদের কবিতার আবৃত্তি পোস্ট করুন , শোনার সুযোগ করে দিন সবাইকে কারণ এখানে আমরা মুষ্টিমেয় কয়েকজনই আবৃত্তি পোস্ট করি , কিন্তু আরও বেশী আবৃত্তিকার চাই এই আসরে , যাদের কণ্ঠে শুনবো নতুন নতুন আবৃত্তি আর তার রেশ ধরে খুঁজে পাবো আরও অনেক কবিতা ।