সাক্ষী ছিল নীরবতা
সাক্ষী ছিল রাতের তারা
তখনো এই শরীর জুড়ে
গন্ধ ছিল ভালবাসার ।
ভোরের আলো হেসেছিল
লজ্জায় মুখ ঢেকেছিল
বাতাস এসে বলেছিল
এবার তো চোখ মেলো !
চোখ মেলতেই মেঘ কালো
কোথায় বাতাস কোথায় আলো ?
গাইছে না তো কোনও পাখি
এ কি তবে শুধুই ফাঁকি !
যদি, যাবে বলেই এসেছিলে
মিথ্যে কেন প্রেম দিলে ?
স্বপন মাখা কাজল দিয়ে
দুচোখ কেন রাঙিয়ে ছিলে ?
সাক্ষী আছে নীরবতা
সাক্ষী আছে রাতের তারা
শুধু এই শরীর জুড়ে
গন্ধ তো নেই ভালবাসার ...