আকাশ ভেঙে বৃষ্টি এলো
ভুবনডাঙার মাঠে,
বৃষ্টি এলো ভাবনা জুড়ে
চোখে , গালে , ঠোঁটে।
খামে ভরে স্বপ্ন যতো
রেখেছিলাম নিজের মতো
আজকে আমি ভাসিয়ে দিলাম
মেঘের ঠিকানায়
টুপ টাপ টুপ পড়বে ঝরে
তোমার আঙিনায় ।
মনে মনে কথা বলা
মনে মনে একলা চলা
মনে মনে রঙ তুলিতে
তোমায় নিয়ে ছবি আঁকা
একলা একা উঠোন জুড়ে
বৃষ্টি ভাসে মনের সুখে
ঘন কালো মেঘের বুকে
বেহায়া চাঁদ মুখটি ঢাকে,
তখন যদি তোমার বুকে
উত্তাল ঢেউ ভাঙতে থাকে
আছড়ে পড়ে তোমার বুকে
রাজি আমি ভেসে যেতে ...