খাতা আছে
কলম আছে
কিন্তু কবিতা নেই

শরীর আছে
প্রেম আছে
কিন্তু মনটাই নেই

নদী আছে
কূল আছে
কিন্তু প্লাবন নেই

হৃদয় আছে
ভালবাসাও আছে
শুধু মানুষটাই নেই