অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে
কাটিয়ে দিলে রাত
চেষ্টা করেও রাখতে পারি নি
তোমার হাতেতে হাত
বুঝতে পেরেছি সারাটা রাত
বালিশ গিয়েছে ভিজে
বলতে চেয়েও বলতে পারি নি
মরমে মরেছি নিজে
চলে গেলে তুমি সব কিছু ছেড়ে
তোমার রাজ্যপাট
অসহায় আমি তবুও রেখেছি
মনের দরজা হাট
ভালবেসে যদি একবার তুমি
থাকতে আমার বুকে
দেখতে পেতে কি ভাবে আমি
পুড়ে মরছি সুখে
ভুলতে পারি না কিছুতেই আমি
ব্যর্থ মনের জ্বালা
পরিহাস করে পড়ে আছে শুধু
বাসি ফুলের মালা