সুখ ছিল না হাতের মুঠোয়
সুখ ছিল না কপালে
দুঃখ ছিল বুকের মাঝে
সুখ ছিল তার আড়ালে

সুখের খোঁজে ঘুরে মরে
রূপকথার এই কন্যে
দুখের মাঝেও দু ফোঁটা সুখ
চাই যে বাঁচার জন্যে

দূরের থেকে ঐ দেখা যায়
সুখের দরজা খোলা
কন্যে এসে সামনে দাঁড়ায়
মনেতে দেয় দোলা

উঁচু উঁচু সুখের মহল
ঠাণ্ডা সুখের ঘর
রাজকন্যে অবাক হয়ে
দ্যাখে চারিধার

কিতু এ সুখ তো যায় না ছোঁয়া
কাঁচের বাক্সে বন্দী
কেমন করে ধরবে এ সুখ
জানা নেই তার ফন্দী

দু চোখ বেয়ে জল ঝরে তার
বিফল মনোরথে
ছুটতে ছুটতে রাজকন্যে
বেরিয়ে আসে পথে

অজানা পথ অচেনা রাত
কাটতে থাকে দিন
সুখের দেখা পাবার আশা
ক্ষীণ থেকে আরো ক্ষীণ

হয়তো বুঝি এমন করেই
শেষ হতো এই গল্প
কিন্তু, বন্ধু আজও আছে
সংখ্যায় তারা অল্প

হঠাৎ করেই দেখা হল
সুখকুমারের সাথে
ছোট্ট ছোট্ট সুখ তুলে দেয়
রাজকন্যের হাতে

সুখ মাখা হাতে রাজকন্যে
বিভোর সুখের গন্ধে
চোখ দুটো তার জ্বলে ওঠে
সুখের আনন্দে  ।।