তুমি মানে আমার কাছে একটা খোলা আকাশ
হাজার কাজের ভিড়ের মাঝেও ছোট্ট অবকাশ

তুমি মানেই বাড়িয়ে দেওয়া ভরসার দুটি হাত
গানে গল্পে কেটে যাবে সকাল থেকে রাত

তুমি মানে প্রতিশ্রুতি নতুন স্বপ্ন দেখার
তুমি মানেই এক একটা দিন শুধুই কবিতা লেখার

তুমি মানে বই পাড়াতে অথবা নন্দন
কফির কাপে চুমুক দিয়েই ঝগড়া অকারণ

তুমি  মানেই অলস দুপুর চোখেতে ঘুম আসা
হঠাৎ করেই মুঠো ফোনে তোমার ছবি ভাসা

তুমি মানে ভিড়ের মাঝে আনমনে পথ চলা
তুমি মানেই নতুন করে বাঁচার কথা বলা

তুমি মানেই স্বপ্ন পূরণ প্রাণে নতুন আশা  
মনের মাঝে জমতে থাকা একটু ভালবাসা

তুমি মানে অনেক খুশি অনেক কলরব
তুমি মানেই আগামী দিনের বসন্ত উৎসব ।।