নবপত্রিকার ছন্দে ছন্দে কত না গন্ধ , কত আনন্দ
কত হাসাহাসি কত জড়াজড়ি
আজ শীতের সকালে টুপটাপ ঝরে পড়া পাতাগুলো
শুধু বিষণ্ণতা বাড়ায়
তবুও হলুদ পাতাকে বুকে জড়িয়ে ধরে
বলি, ‘আয় তোকেই ভালবাসি’
তুই – ই তো এখন জীবন
বাদলের রিমঝিম ধারায় কত না গান
কত মধুর আলাপন
বুকের মাঝে ভরা ভাদর
কত না সোহাগ , কত আদর
আজ শীতের শেষ বিকেলে বৃষ্টির দু এক ফোঁটা জল
মনকে কাঁদায়
তবুও দু হাত পেতে বলি , আয় চোখের মাঝেতে আয়
এই অবেলায় তুই তো সম্বল।