সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে যেতে মুহূর্তের ভাবনায়
শরীরটা কাঁটার ঘায়ে রক্তাক্ত যখন
ঠিক সেই সময় ওরা তোকেও টানতে টানতে
নিয়ে গেলো।
মনের ক্ষত ওরা দেখতে পায় না , তাই
কেউ জানতেও পারলো না যে দুজনের রক্তের রঙ ছিল
কিন্তু লাল...
এ সব কোন জন্মের কথা ! এ জন্ম না কি আরও আগের !
তারও আগের ! জানি না , মনে পড়ে না ।
আজও যখন আযানের শব্দ পাই
অনুভবে বুঝি ভাইটি আমার দোয়া করছে
তার হারিয়ে যাওয়া দিদির জন্য...
অপেক্ষায় থাকি হয়তো আবারও কোনও একদিন
মুখোমুখি হতে পারি...