মাঝে মাঝেই আমি আমার নিজের কবিতার প্রথম দিকের লেখায় ঘুরে বেড়াই বন্ধুদের মন্তব্য গুলি পড়ি । ভালো লাগে । কত মানুষ , তাদের কত রকম মন্তব্য । মনে হয় যেন আমার সাথে গল্প করছে তারা । আবার কখনও বা পুরানো বন্ধুদের পাতায়ও যাই । তাদের প্রথম দিকের কবিতা গুলি খুঁজে খুঁজে পড়ি । সেখানেও কত মন্তব্য । অনেক স্মৃতি ভিড় করে। এক একটা মানুষের নামের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজ তাদের অনেক কেই দেখতে পাই না । জানি না তারা কেন হারিয়ে গেলো , আর লেখেও না এখানে কিন্তু তারা আমার কবিতার পাতায় থাকবে যতদিন আমি আছি ।
ইদানীং কালের ২/৪ জনের পাতায় গেলাম । কি ভালো লিখেছেন তারা , কিন্তু কেন যে সেই সময় পড়ি নি তা আর মনে করতে পারলাম না । এখন তাদের পাতায় যাচ্ছি আর তাদের সুন্দর সুন্দর লেখাগুলি পড়ছি । ২/১ জন কে মন্তব্যও করলাম কিন্তু তারা বেশ অবাক হয়ে যাচ্ছে এই ভেবে যে এ আবার কে মিমি ? কই দেখি নি তো আগে ... তাই মন্তব্যও দেওয়া থেকে বিরত থাকছি। শুধু পড়ার আনন্দে পড়ে চলেছি। কিন্তু কখনও কখনও নিজের অজান্তেই বাঃ বেরিয়ে আসছে তাদের পাতায় :)
সকলে ভালো থেকো আর ভালো লেখো