পড়ন্ত বিকেলে একঝাঁক সাদা বুনোহাঁসের রক্তে
ঝিলের জলকে রক্তিম করে
উত্তেজনা খোঁজো তুমি !
কিন্তু আমি যে তোমারই চোখের আলোয়
পথ চিনে চিনে চলতে চেয়েছিলাম , তবে ?
এসো, মৌরি ফুলের গন্ধ মেখে নাও
দুটি হাতে
দ্যাখো সেই নেশা নেশা গন্ধে কেমন
ভালবাসা লুকিয়ে আছে
সেই ভালবাসার হাত দুটি ধরে
আবার শুরু করি না হয় নতুন করে
পথ চেনা...
জেনো , সব রক্তের দাগ ধুতে পারলে
তবেই তুমি হবে আমার পূর্ণ প্রেমিক
স্বপ্ন দেখি , আসছে শ্রাবণে তোমারই ঘরে
জ্বালিয়ে দেবো ভালবাসার
নতুন দীপ...