ফার্স্ট বেঞ্চের মেয়ে ছিলি তুই
দিদিমণির ভীষণ প্রিয়
চোখ তুলে তুই দেখতিস কি
আমার দিকে কোনোদিনও ?
আমি ছিলাম আমার মতন
সবাই আমার বন্ধু ছিল
লেখাপড়ায় প্রথম হলেও
মনটা তোর বৈরি ছিল ...
তবুও যেদিন শুনতে পেলাম
ফার্স্ট বেঞ্চের মন ভালো নেই
ছুট্টে এসে বলেছিলাম
কি হয়েছে ? বল না সই...
বলতে তুই পারিস নি তো
সেদিনও না, আজও না
মনের মাঝে বয়ে বেড়াস
নাম না জানা যন্ত্রণা...