কতবার আঘাত করবে ?
একবার , দু'বার , তিনবার
না কি বারবার ?!
যতবার তুমি আঘাত হানবে
দেখবে তোমারই বুকের রক্তক্ষরণ
কারণ তুমিই তো জানিয়েছ সঙ্গোপনে
আমায় ভালোবাসো ...
যতবার তোমার আঘাতে আমার
চোখের জল ঝরবে
ততবারই তুমি বুঝবে যে
আমায় একটু একটু করে হারাচ্ছ...
এখন আর তুমি আমার
বন্ধুও নও শত্রুও নও
নিজেকে ভাঙো , গড়ো , প্রশ্ন করো
তোমার কি আর সে যোগ্যতা আছে
আমার বন্ধু অথবা শত্রু হওয়ার
তুমি এখন কেবলই একটি নাম
যা আমি অনায়াসে উপেক্ষা করতে পারি ...