কত কথাই তো জমা আছে
এই বুকে...
কথার ধারেতে হৃদয় ফালা ফালা
তবুও যে আমি পরাতে পারি নি আজও
আমার এই কথামালা...

কত কথাই তো জমা আছে
এই মনে...
কথায় কথায় জমেছে মনের ভার
তবুও যে আমি খুলতে পারিনি প্রিয়
তোমার মনের রুদ্ধদ্বার...

বুকের আগুনে জ্বলে গেছে সব
কথার পাণ্ডুলিপি
নির্বাক আমি, ধূসর গোধূলি
পোড়া ছাই রাশি রাশি
বারবার তবে কেন মনে হয়
তোমাকেই,  শুধু তোমাকেই ভালবাসি

পুড়ছে চিতা, উঠছে আগুন
দেহ হল আজ শব
তাই বুঝি আর বলা হল না
তুমিই ছিলে সব.........