যেদিন ভর দুপুরে ছাদের ঘরে
তোর চোখের জল আমার বুকে
ঝিরঝিরে বৃষ্টি হয়ে ঝরেছিল
সেদিন তো তুই ই বলেছিলি
সব দুঃখ ধুয়ে আজ থেকে সবটুকু সুখ
তোকেই দিলাম...
সেদিন হেসেছিলাম নতুন সূর্যের
আলো ঝলমল দিনের মতন
গেয়ে উঠেছিলাম , “পৃথিবী তাকিয়ে দেখো
আমরা দুজন কত সুখি”...
সে সুখ আমার কেড়ে নিল
ঝলমলে ঐ চাঁদের আলো
তোর চোখের ভালবাসা
কেমন যেন বড্ড কালো
তবুও তুই রয়েই গেলি
বুকের মাঝে দুঃখ হয়ে...
তোর ফেলে দেওয়া সুখের থেকে
দু ফোঁটা সুখ এখন আমার
দুটি চোখে স্বপ্ন দ্যাখে ,
তোর হাতের পাতা ছুঁয়ে শুধু একটিবার বলতে
তুই কাঁদছিস ... !!