আমার পায়ের নূপুর ওরা খুলে দিল
পাছে ব্যাঘাত ঘটে
গভীর রাতের নির্জনতায়
তোমার দেওয়া আংটিও খুলে নিল
যদি চোখ ধাঁধানো হীরের ছটা
কারো চোখে পড়ে যায়
আজ যে আমার অভিসারের দিন
বড় সুন্দর করে সাজিয়েছে
গলায় গোড়ের মালা , কপালে চন্দনের রেখা
পরনে দামী নতুন শাড়ী , আতরের গন্ধ
বেশ লাগছে......
তোমার সাথে অনেকদিন পর দেখা হবে
তুমি চিনতে পারবে তো !
ক ত দি ন... ? তা অনেক দিন
কত কথা জমে আছে তোমাকে বলার মতন
জানো , এক মাস পাহারায় বন্দী ছিলাম
আজ আমি মুক্তি পেয়েছি, তাই তো আজ
আমি অভিসারে যাবো ...
রথও প্রস্তুত ... খই ফুল আর মৃদু হরিধ্বনির সাথে সাথে
ওরা আমায় রথে তুলে দিল ...