অনুভবে......

"আমার প্রাণের পরে চলে গেল কে "...

মনে পড়ে , তোমায় খুব মনে পড়ে
হেমন্তর সকালে শিরশিরে হাওয়ায় সারা শরীরে
যেন তোমার পরশ লাগে...
ভোরের শিশিরে যখন রোদ্দুর এসে পড়ে
তখনও মনে পড়ে যায় তোমার চোখের কোণে
জলের চিকচিক...

আমার ব্যস্ত সকাল , অলস দুপুর , বিষণ্ণ বিকেল, একলা রাত
সব সময় তুমি যেন লেপটে আছো
তোমার চুড়ির রিনরিন , শাড়ীর গন্ধ , খোলা গলার গান , কবিতা পাঠ
সবই আমার এই ঘরে ঘুরে ফেরে
বারান্দায় মেলা ভিজে শাড়ী , গ্রিলের রোদ্দুরে এলানো ভিজে চুল
কিছুই যে আমায় ছেড়ে যায় না
মৃত্যুর বাসর ঘরে চলে গিয়েও কিন্তু তুমি
আজও আমায় ঘিরে আছো ঠিক আগের মতন ......

মনে পড়ে , ক্ষণে ক্ষণে তোমার রাগ , অভিমান যা তোমাকে
অনেকের কাছ থেকে দূরে সরিয়ে দিলেও আমার কাছে আজও তুমি
সেই প্রথম দিনের মতই
তোমার স্মৃতি ভাবতে গেলেই বুকের মাঝে চিনচিন করে
তুমি তো শুধু স্মৃতি নও , আমার শ্বাসে প্রশ্বাসে , অস্তিত্বে, অনুভবে
সারা অঙ্গে জড়িয়ে আছো ......

আজও তোমার কণ্ঠ আমার ঘরে ধ্বনিত হয়,
আজও শুনতে পাই সেই ছেলেমানুষি প্রশ্ন ,
আচ্ছা , তুমি এখনও আমায় আগের মতই ভালোবাসো " ?