শ্রাবণের মেঘ জমছে আমার
দু চোখের পাতায় পাতায়
ঘুঙুরের তালে মিশে যাবে
যে কোনও দিন
ফোঁটা ফোঁটা জলের ধারায়
তবুও কি তুমি ফিরবে না !
যদি তোমার আঙুল ছুঁতো
আমার এই চোখের পাতা
ভেসে যেতো এক লহমায়
সম্পর্কের শীতলতা
ওষ্ঠে আমার ওষ্ঠ মেলালে
এক মুহূর্তে জন্ম হত
হাজার হাজার কবিতা
তবুও কি তুমি ফিরবে না !
যদি বুকের মাঝে রাখতে ধরে
এই হৃদয়ের ছাপ
হয়তো বা ফিরে পেতে
সেই চেনা উত্তাপ
ভেবে দেখো , তবুও কি তুমি ফিরবে না !