মেঘের সাথে দিলাম পাড়ি
সূর্যের সাথে আড়ি আড়ি আড়ি
কাজল কালো চোখের তারা
বিদ্যুৎ করে কি যেন ইশারা
গুরু গুরু মেঘে বুক দুরু দুরু
বরষা এবার হল শুরু...............
কন্যে রে......
তোর সুজন কোথা ?
আছে সুজন মরা গাঙে
শাওন রাতে আসবে সুজন
আমার টানে
ভাসিয়ে তরী ভরা গাঙে ...
বাঁধভাঙা সেই জলোচ্ছ্বাসে
ভাসবো মোরা সুখের আশে
বুকের মাঝে মাদলের তান
বানভাসি হল মোর সুজন......