তোমার চলে যাওয়াটা দেখছিলাম
কি অবলীলায় তুমি চলে যাচ্ছ...
প্রতি মুহূর্তে মনে হচ্ছিল
এই বুঝি ফিরে তাকাবে; কিন্তু , না...
চলে গেলে আমার ভালবাসা...
কত কথা জমে আছে বিষণ্ণ এই দুপুরে
যে কথা বুকের মাঝে
পাথর হয়েই রয়ে যাবে...
এতগুলো বছর তো কেবল ভালবাসার পাকে পাকে জড়িয়ে ছিলাম
কখনও কখনও যে নিঃশ্বাস বন্ধ হয়ে উঠত না , তা তো নয়
তবুও কেমন যেন অহঙ্কারী মনে হত নিজেকে
এত ভালবাসা ! ভয় হতো
ভাবতাম , এটা পাগলামি নয় তো !
আবারও ভেসে যেতাম ...
চোখের আড়াল , মনের আড়াল তো
হতে দাও নি কখনো
তবে আজ কেন চলে গেলে
এমন করে আমায় ছেড়ে ..................