তোমার কাছে এক পশলা বৃষ্টি চেয়েছিলাম
তুমি চোখের জলের বানভাসিতে
ভাসিয়ে দিলে !
এক টুকরো মেঘ চেয়েছিলাম
তুমি গোটা জীবনটাই অন্ধকারে
ভরিয়ে দিলে !
দখিনা বাতাস চেয়েছিলাম
তুমি সেই স্বপ্নটাই ঝড়ো হাওয়ায়
উড়িয়ে দিলে !
সুখের ঘরের চাবি চেয়েছিলাম
বদলে তুমি দুঃখকে চিরসাথী করে
পাঠিয়ে দিলে !
এতটুকু ভালবাসা চেয়েছিলাম
তুমি কি অনায়াসে বিষের পাত্র
সাজিয়ে দিলে !
অবশেষে আমি তোমায় চেয়েছিলাম
তুমি ধরা না দিয়ে বহুদূর
চলে গেলে ......