যে চিঠিটির অপেক্ষাতে
দিন কাটে আর মাস কাটে
আসবে কবে মেঘপিওন
ডাকবে আমার নাম ধরে ?
তুমি আবার আসবে বলে
চোখেতে মোর রং লাগে
মনের মাঝের স্বপ্নগুলো
নতুন করে সুর তোলে ।
ঝড়ের রাতে কড়া নাড়া
বুঝতে পারি না যে,
ভাবছি বুঝি এতদিনে
পড়লো আমায় মনে ।
তোমার জন্য জাগতে পারি
বৃষ্টি ভেজা রাত
যখন সবাই ঘুমিয়ে পড়ে
মাথার ওপর চাঁদ ।
তোমার প্রিয় নামটি ধরে
ডাকবে তুমি যবে
অভিমানের পাহাড় ভেঙে
আমার তুমি হবে।