কবিতার আসরে যারা আমার বন্ধু হয়ে গেছেন বা যারা এখনও আমায় বন্ধু ভাবতে পারেন নি , যাদের সাথে ব্যক্তিগত পরিচয় হয়েছে  বা যাদের সাথে  এখনও সেই পরিচয় হয়ে ওঠে নি , যারা আমায় দিদি বলে সম্মান দিয়েছেন এই আসরে অথবা এমন অনেক নতুন মানুষ যাদের নাম এই মুহূর্তে জানলাম , তারা সকলেই আমার অসুস্থতার কথা জানতে পেরে তাদের মন থেকে সর্বশক্তিমানের কাছে আমার আরোগ্য কামনা করেছেন , এই কথা  অসুস্থ থাকাকালীন যখন আমার এক প্রিয় বন্ধুর কাছে জানতে পেরেছিলাম  তখন আপ্লুত হয়েছিলাম । ভেবেছিলাম এত মানুষের ভালবাসা বিফলে যেতে পারে না , আমি সুস্থ হবই।

আজ ধীরে ধীরে  সুস্থতার পথে আমি।  আপনাদের সকলের প্রার্থনা সফল হয়েছে। আমি ধন্যবাদ দেবো না । আপনারা যারা আমায় এমন করে সুস্থ করলেন তাদের প্রতি রইল আমার শুভেচ্ছা ও ভালবাসা।  

সকলে ভালো থাকবেন।
----------------------------------------------



চাপ চাপ অন্ধকার আর যন্ত্রণার অতলে
তলিয়ে যেতে যেতেও টের পাই  
বুকের মাঝে তোমার অস্তিত্ব ।
চোখের জলে সৃষ্টি হয়  আরো একটি
নতুন ভালবাসার ।
ইচ্ছে করে শুধু তোমার জন্য
আরও বহুদিন বেঁচে থাকতে ।

তোমাকে আমি কিছুই দিতে পারি নি
তোমায় পণ্য করতেও পারি নি; আবার
প্রতিষ্ঠার চূড়ায় পৌঁছে দিতেও পারি নি ।
আমার বুকের মাঝে সংগোপনে বড়
করে তুলেছি ; সাজিয়েছি আপন খেয়ালে
দু কানে দিয়েছি বেল কুঁড়ি , গলায় জুঁইয়ের মালা
হাতে দিয়েছি বীণার তার...

তুমি আমার মানস প্রতিমা
তোমায় ভালবেসেছি
কবিতা, তুমি থেকো আমারই হয়ে
আর তাদের, যারা আমারই মতন করে
শুধু তোমাকেই ভালবেসেছে।।