হাওয়া বয় শনশন শনশন
শার্সির ঝনঝন ঝনঝন
রেগে করে ফোঁস ফাস
বাঁচার নেই কো আশ
ঝড়ের দামালপনা
কারো কথা শোনে না
যদুবাবু চলেছেন বাজারে ।
যদুবাবু চলেছেন বাজারে
ঝড় এসে ফেলে দেয়; আহারে !
লেগেছে বিষম ব্যথা
কন না যে কোন কথা
এ ব্যথা বোঝান তিনি কাহারে !
এ ব্যথা বোঝান তিনি কাহারে
রাত বাড়ে ব্যথা বাড়ে
রাত বাড়ে ব্যথা বাড়ে
খবর কে দেবে তবে ডাক্তারে !
খবর কে দেবে তবে ডাক্তারে !
দূর ছাই ! কেউ নেই দরকারে ,
ডাক্তার এসে কন হায় হায়
বিশ্রাম নিতে হবে দুই পায়।
বিশ্রাম নিতে হবে দুই পায় !
যদুবাবু রেগে গিয়ে গর্জায়
বাজারটা হবে তবে কি ভাবে ?
পেটের আগুনটা কে নেভাবে ?
কারো যদি জানা থাকে সে উপায়
তবে তা জানিয়ে দিও নিশ্চয় ।