অলস দুপুর, একটানা ঘুঘুর ডাক
বাতাসে মন আকুল করা ফুলের গন্ধ
এ সব ছাপিয়ে তোমার কথাই মনে পড়ে
তাই তো ঢাকে কাঠি পড়লে
মন বিষণ্ণতায় ভরে যায় ।
জানি না তুমি কেমন আছো ? কোথায় আছো ?
তুমি কি আবার জন্ম নিয়েছো ?
নতুন করে আবার কারও 'মা' হয়েছো ?
আমার হাতের 'পরে যেদিন
তোমার মুক্তি ঘটেছিলো
সেদিন টাকে কেন আজও
ভুলতে পারলাম না , বলতে পারো ?
তোমার তো কোন কষ্ট হয় নি
আমায় ছেড়ে যেতে
তবে আমার কেন কষ্ট হয়
তোমায় ভুলে যেতে ?
কিশোরী বেলার সেই কষ্ট, মাগো
আজও বুকে বয়ে বেড়াই ।
এ পৃথিবীর মানুষ আমায় কাঁদায় , বড় যন্ত্রণা দেয়
শুনেছি মায়ের চরণতলে নাকি স্বর্গ লুটায় !
মাগো , তবে দু হাত বাড়িয়ে আমায় কেন
নাওনা টেনে সেথায় ?