প্রথম বৃষ্টির ফোঁটা আমার চোখ ছুঁয়েছিল
দ্বিতীয় বৃষ্টির ফোঁটা আমার ঠোঁট ছুঁয়েছিল
আমি তখন ছাদে খোলা আকাশের নীচে
আকাশ পানে তাকিয়েছিলাম
দেখেছিলাম --- তোমাকে , শুধু তোমাকেই ।
তুমি বৃষ্টি হয়ে আমায় ছুঁয়েছিলে
আমি শিহরিত হয়েছিলাম
অঝোর ধারায় নেমে এসেছিলে আমার ই শরীরে
প্রেমের বাদল হয়ে ,
আমি গ্রহন করেছিলাম তোমায়
ভালবাসার-ই সাথে ।
ভেসেছিল পৃথিবী , ভেসেছিলাম আমি তুমি দুজনেই
প্রেমের জোয়ারে ...