তুমি আমায় চেয়েছিলে
গভীর ভাবে চেয়েছিলে
তবু কেন পারলাম না
তোমার স্বপ্নে রঙ মেলাতে !
রঙ ছিল তোমার চোখে , মনে
তোমার সেই রঙে তো
আমার রঙ মিলল না
বিবর্ণ হয়ে গেল স্বপ্নটা ।
বেমানান এই জীবনটা বড়ই গোলমেলে
হিসাব মেলে না , তাই
একরাশ দুঃখ নিয়ে তোমারই
বুকে মুখ লুকোতে চাই ।
দাও না ঢেকে আমার সেই লজ্জা
পারবে না ??