অবগুণ্ঠনবতী , মুখ তোলো
আকাশ পানে চেয়ে দেখো
তোমার সকল লজ্জাটুকু নিয়ে
পূবের আকাশ আজ লাল রঙে সেজেছে ।
অবগুণ্ঠনবতী , চোখ মেলে দেখো
তোমার সকল কালিমাটুকু নিয়ে
আকাশের আজ মুখ ভার ,
তোমার সজল চোখের বিন্দু বিন্দু জল
আজ বৃষ্টি হয়ে ঝরে পড়ছে ।
অবগুণ্ঠনবতী , তোমার আঁচল উড়িয়ে দাও
দু হাত বাড়িয়ে দিয়ে
আজ তুমি নির্ভার , নির্দায়
শুধু সুখে ভেসে যাও ।
অবগুণ্ঠনবতী শোনো , শোনো ...
আকাশ বাতাস আজ
গুনগুনিয়ে বলে চলেছে
তুমি ভালো থেকো , ভালো থেকো , ভালো থেকো ...