বলেছিলাম , আমি আসবো
আবার ফিরে আসবো ;
তোমার বিশ্বাস ছিল না
আজ আমি ফিরে এসেছি।
বলেছিলাম , দেখা হবে
আবারও দেখা হবেই ;
তুমি মানতে চাও নি
আজ দেখা হল ।
আমার হৃদয়ের কথা লেখা
আমার চোখের জলে
তা কি অনুভব করো নি ?
তোমার ভালোবাসার পরশে
স্তিমিত ভালোবাসার পুনর্জন্ম হয়
মনের নিদ্রিত তারগুলোয়
সাতসুরের ঝঙ্কারে
যখন সরগম বেজে চলে
অনুভবে বুঝি,
তুমি ভালবাসছ আমায় ।
আমি আছি , আমি থাকবো,
শুধু তোমারই জন্য ......