তোমার চোখে চোখ পড়তেই
ভীরু কপোতীর মতন
চোখের পাতা তিরতির করে কেঁপে ওঠে ।
তোমার ঠোঁটে ঠোঁট রাখতেই
পলাশের রঙ এসে
তোমার ঠোঁট রাঙিয়ে দেয় ।
তোমার খোলা চুলে নিজেকে হারাতেই
দখিনা বাতাস এসে
সব এলোমেলো করে দেয় ।
বাতাসে বাতাসে আজ কানাকানি
ফাগুন এসেছে ,
আজ এই ফাগুনে কৃষ্ণচূড়ার অনলে
সারা আকাশ সেজেছে ।
তোমার সিঁথি রাঙাবো বলে
যেই না কাছে আসি
কৃষ্ণচূড়া ঝরে পড়ে তোমার সীমন্তে ।
ফিরে যাবার মুহূর্তে তুমি বলে উঠলে ,
'রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাবার আগে'...
কৃষ্ণচূড়ার লাল রঙ
তোমার সীমন্তে এঁকে দিলাম ।।