কি যেন নামে ডেকেছিলে?
ডেকেছিলে কি নাম ধরে!
বুঝি_ নামটি ধরেই ডেকেছিলে
সেই নাম না জানা নদীর ধারে

নদী ছিল কি সেইখানেতে?
একটা আকাশ ছিল শামিয়ানা
তোমার কন্ঠে আবেগ ছিল
বাঁশিতেও সুর বেজেছিল

বাঁশিতে কি নাম ছিল?
নাম ছিল কি বাঁশির সুরে!
বুকের মাঝে জড়িয়েছিলে
আর_ হাতটি ছিল খোলা চুলে

খোলা চুল কি দেখেছিল?
দেখেছিল কি নদীর সুখ!
মাতাল করা বাতাস এসে
ঢেকেছিল যে তোমার মুখ

সূয্যি যখন গেল পাটে
আকাশ আলোয় ভরে ছিল
সবটুকু রঙ মাখিয়ে দিয়ে
নদীর বুকে ডুব দিল

আমি এখন নদীর ধারে
কোন নদী?
সেই সে নদী
তোমায় যে ভাসিয়েছিল।