আজ এতগুলো বছর ধরে শুধু শুনেই গেলাম ‘শুভ নববর্ষ’
এ মিথ্যে ভণ্ডামি শুনতে শুনতে
কানও আজকাল রীতিমত বিদ্রোহ শুরু করেছে
শুভ ! কোথায় শুভ , কার শুভ !


নববর্ষ মানে কি কেবলই হালখাতা আর মিষ্টির বাক্স !
শুধুই নতুন জামা আর ইলিশ পান্তা ভাত
চৈত্র সেলের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে
আরও চাই আরও চাই
ঠোঁটের কোণে মেকি হাসি ঝুলিয়ে শুভ নববর্ষ !


দিকে দিকে আজ বর্ষবরণ উৎসব
প্রতিশ্রুতির ফাঁকা আওয়াজ
যেদিন দেখবো প্রতিটি পথশিশুর গায়ে নতুন জামা
যেদিন দেখবো প্রতিটি পথশিশুর হাতে মিষ্টির বাক্স
যেদিন দেখবো প্রতিটি পথশিশুর পাতে পান্তা ইলিশ
যেদিন দেখবো প্রতিটি পথশিশুর মুখের অমলিন হাসি
সেদিন জানবো নববর্ষের আনন্দ ।


অপেক্ষা করবো সেই দিনটির
সেদিন তোমায় বরণ করে বলবো “শুভ নববর্ষ “