আকাশ ভাঙা বৃষ্টি মাথায়
দাঁড়িয়েছিলাম একা
কথা ছিল এইখানেতে
পাবো তোমার দেখা

বৃষ্টি আসে বৃষ্টি যায়
সারা দুপুর ধরে
আকাশ ছেঁচা জলে আমার
মন আনচান করে

তোমার জন্যই মেঘলা দুপুর
তোমার চোখে শ্রাবণ
সেই চোখেতে মন ডুবিয়ে
ভিজছি অকারণ

সন্ধ্যা নামে ধীরে ধীরে
বৃষ্টি রিম ঝিম
তোমার কথা ভেবেই বুকে
মাদল দ্রিম দ্রিম

দেখা হবে কথা ছিল
হল না তো দেখা
মাথায় অঝোর বৃষ্টি নিয়ে
একেবারে একা......