অন্তহীন পথে চলতে চলতে
হারিয়ে যাচ্ছি প্রতিদিন এক
নতুন গোলকধাঁধায় ।
বিপন্নতা, চারিধারের এই বিপন্নতায়
সৃষ্টি হয়েছে এক নতুন অচলায়তনের
যেখানে নিরাপত্তা নেই , সম্ভ্রম নেই
মানবিকতা নেই ; পড়ে আছে এক
নৈরাজ্যের বসতি ।
শোকস্তব্ধ রাস্তার দু’ধারে বহু বিপন্ন
মানুষের মুখ আমাদের পথ দেখিয়ে নিয়ে চলে
সেই রাস্তায়; যেখানে সোনাঝুরির মাথায়
সোনার কলস রাখা আছে
এবার তা আনার সময় হয়েছে বন্ধু ...
সেই স্বর্ণ কলসের জলে ধুয়ে মুছে গড়তে হবে
এক পবিত্র সমাজ , তবেই
কেটে যাবে সকল বিপন্নতা
এসো বন্ধু , আমরা একসাথে এগিয়ে যাই......