দেখিলাম কত
রঙ্গ ঢঙ্গ বঙ্গ মাঝে।
দেখিলাম কত
শ্রী এর নিনাদ বাজে।
উন্মত্ত প্রাণী দানব সাজে।
দেখিলাম কত বিদ্ধজন
তাঁরা আজ বৃদ্ধজন।
দেখিলাম ফেরৎ দেবার পালা
শুনিলাম আর্তনাদ
তবু ভাঙেনি তাদের কর্ন কপাট।
দেখিলাম মরুতে গঙ্গা আনয়ন
শুনিলাম মতদানের ঢঙকানিনাদ
দেখিলাম ত্রিশূল হাতে পুত্র কাঁদে
তবু জয়ের ঢঙকানিনাদ বাজে।
দেখিলাম বাঙলার চারিপাশে
বিশ্বের ঘোরাঘুরি।
তবু নতুন পথে কাঁকড় কাঁদে।
দেখিলাম নদী নেই
তবু নদীপথ আছে।
দেখিলাম পথ মাঝে
শিক্ষুক আর ভিক্ষুক একই বেশে।
দেখিলাম বদ্যি নেই
কিন্তু বাদ্যযন্ত্র ঠিকই বাজে।
দেখিলাম বঙ্গ, বঙ্গাল বাঙলা সাজে
তবু ও বঙ্গ আছে হৃদয় মাঝে।