হে মানুষ
আমি গাছ।
আমি একটি প্রাণ।
দাঁড়িয়ে আছি এক পা দিয়ে
পথমাঝে,
আমি আবোলা জীব
দাঁড়িয়ে আছি বোবা হয়ে।
তোমরা তো রোদের খরতাপে ঝলসে গিয়ে
দাঁড়াও এসে আমার তলে
তবে কেন দাও আমার ঘাড় মটকে ?
আমি তো করিনি ক্ষতি তোমার
তোমার উপকারের দায়েই
আছি আমি দাঁড়িয়ে
এই পৃথিবী মাঝে,
নাকি তোমরা মানুষ বলে
গর্ব করো,
শ্রেষ্ঠ বলে দাবি করো,
আর আমাকে ঘৃণ্য বস্তুর মতো
উপড়ে ফেলতে চাও পৃথিবী থেকে।
আমিও তো জীব
আমারও তো আছে বাঁচার অধিকার।
তবে মানুষ
তুমি হও যতই শ্রেষ্ঠ
আমাকে ছাড়া তুমি নিঃস্ব । ।