মনে পড়ে কত কথা
বাংলার ইতিকথা
সেই উনিশো বাহান্ন
হার্মাদ বাহিনীর আক্রমণ
বরকত, সালাম, রফিক, জব্বার
তাও মানেনি হার
বাংলাকে করল মাতৃভাষা ।।
আবার সেই বাংলা বিভাজন
করে দিল পূর্ব বাংলা, পশ্চিম বাংলা
পূর্ব বাংলার সেই ‘একাত্তোর’
মনে হলে শরীর কাঁপে
থরথরিয়ে ।
মনে পড়ে সেই পঁচিশে মার্চের রাত
পাকিস্তানি শত্রু কেড়ে নিল
তিরিশ লক্ষ মানুষের প্রাণ
শত মায়ের কোল করে দিল খালি
রক্তে ভাসিয়ে দিল নদী
তাও বাংলার মানুষ মানল না হার
বাংলার মানুষ করল যুদ্ধ
মুক্তিযুদ্ধ।
তা দেখে বাংলা আজও দাড়িয়ে আছে
স্ব-গৌরবে
দাঁড়িয়ে আছে আমার বাংলা মা মহীয়সী।।