অভিমান অনুযোগে
যায় রাত দিন...
লাগছে ভালো কি বলো
বন্ধু বিহীন।
বরষা যাচ্ছে চলে
মুখ করে কালো
ডাকছে তোমায় আমায়
ভিজবে নাকি বলো?
প্রথম আমরা কবে
ভিজেছি দু’জনে
এই রাজপথে
চেয়ে দু'জনার পানে।
মেঘেরা রেখেছে মনে
সেদিনের সব
কাঁপা হাতে ছোয়াছুয়ি
মিছে কলরব।
আবার ভিজবো চলো
এই বরষায়
ঠোঁটে ঠোঁট হাতে হাত
মুখে কথা নয়।
মিলটন রেজা।
ঢাকা। ২৯ই মে, ২০১৬