১৫ ই মে 'ষড়ঋতু'–র বিবাহ বার্ষিকী স্মরণে -
আঠার বছর পার হল আজ
লাগছে কেমন বলো?
তুমি আমার স্বপ্ন সাহস
আমার চাঁদের আলো।
কি ভুল বলেছি বলো ?
শুন্য আমি রিক্ত আমি
ছিলাম যখন একা;
কোন এক শুভক্ষণে
তুমি দিয়েছিলে দেখা।
এক বিকেলে চমকে উঠি
তোমায় দেখার পর;
এই হৃদয়ে উঠলো আবার
ভালোবাসার ঝড় ।
তুমি ভালবেসে বাড়িয়ে দিলে
তোমার দুটি হাত;
সেদিন থেকেই শুরু
আমার প্রেমের ধারাপাত।
যুগল প্রেমের এ পথ চলায়
ভুল ভ্রান্তি ছিল;
সব ছাপিয়েই আছো তুমি
হয়ে ঘরের আলো।
সুখ দুঃখে
আজও আমরা
একসাথেই আছি;
এসো, নির্মল আনন্দ আর
ভালোবাসায় বাঁচি।
মিলটন রেজা।
১৫ই মে, ২০১৬। ঢাকা।