অকারণে মিথ্যার আবরণে সত্যকে আবৃত করার সাধ্য কার?
আমাদের এই মানবমণ্ডলে পার্থিব অপার্থিবতায় সত্যই সুন্দর
সত্যের বার্তাবাহী আসমানী গ্রন্থগুলো অমর অক্ষয় সত্যকে—
মহাকাল প্রতিনিধিত্ব করে সর্বধর্ম সম্মিলিত মানব কল্যাণে।

দূর্ভেদ্য অন্ধকার বিনাশী সত্যই আপন আলোয় উদ্ভাসিত
তুমি যদি কখনও শ্বেত—পাথরের রাজপ্রাসাদে বন্দিনীর মতন
সোনার সিন্দুকেও স্বযতনে সত্যকে দীর্ঘদিন অবরুদ্ধ রাখো
শেকড় সন্ধানী দৃষ্টির সীমানায় তার অস্তিত্ব প্রকাশ পাবেই।

সেগুনকাঠের শরীর কিংবা জানালার গ্রীল গলে গলে একদিন
প্রকাশ্য দিবালোকে রোদ্দরশ্মির স্বভাবে সে বেরিয়ে আসবেই
মেঘাবৃত চন্দ্র—সূর্যের সত্যালোক সদা পুষ্পের ঠেঁাটেও ফুটে ওঠে
কুঁড়ির গভীরে লুকায়ীত হাসি সত্যবসন্তেরই সৌন্দর্যের প্রতীক।

মৃত্তিকার জঠোরে অনাবিস্কৃত গুপ্তধন সেও  তো সত্যেরই সখ্য
সময়ের ব্যবধানে মহাকালের বিষ্ময় হয়ে সে ভূ—পৃষ্ঠে উঠে আসে
নীল সমুদ্রের অতলান্ত্রিক গভীরতা ছঁুয়ে আবিষ্কৃত রকমারী মৎস্য
সহজেই শোভা পেয়েছে সৌখিন মানুষের একান্ত এ্যাকুরিয়ামে।

সত্যটুকু সম্বল করেই একদিন মহান শ্রোষ্টার মুখোমূখী হতে হবে
নশ^র ভূবনে সত্যের কণ্ঠ অবিনশ^র স্বগীর্য় সত্যই শাশ^ত সুন্দর।