দূরে থেকেও যদি থাকা যায় কাছে  
সেই তো অনেক ভালো!  
বোশেখ বাতাসে সমুদ্রের নোনাগন্ধ রেখে
উত্তাল তরঙ্গ ফিরে গেছে কবেই।

সৈকতের বালুকাবেলায় তেতে ওঠে পদতল
মধ্যমা আঙুলে লম্বালম্বি দাগ কেটে
যত দূরে যতটুকু যাওয়া যায়।
পৃথিবীতে যারা প্রশ্নবোধক চিহ্নের মতন
এই আমি তো তাদেরই একজন।

আঁধারে লেপটে থাকা হৃদয়ে আগন্তুক পূর্নিমা!
নোঙর বাঁধা পানসি উথাল—পাতাল;
জীবন নদীর মোহনায় ক্ষণিকের বাস
হিমেল হাওয়ার সেবা শুশ্রম্নষায়
বট পাতার ঝিলমিল ঝিলমিল।

কোথায় শান্তি, পরম প্রশান্তি, নির্মল ছায়া?
বৈরীবাতাসে কেবলই গভীর ঘুমের ঘ্রাণ
এ শুধু আমার একজনমের সুরের লালন
রাধা, তোমার পূর্বরাগই ছিল অনেক ভালো।