আজ এ প্রহসনের মঞ্চে আমিও একজন আমন্ত্রিত অতিথি
সারিবদ্ধ আসনে অন্ধ—বুদ্ধিজীবীরা বসে আছেন নিশ্চুপ
প্রভূদের বিশেষ আর্শিবাদে বধিরের মুখে ফুটেছে ভাষা
কেউ ভুলে ভরা বাংলা ভাষায় দেদারছে দিচ্ছেন ভাষণ।
কেউ কেউ রঙিলা মাঝি সেজে নৌকা ভাসায় আবার ডুবায়
ে¯্রাতের অনুকূলে নৌকা বাইতে মাঝির আকাল পড়ে না কখনও
অথচ প্রবল ঝড়—জল্লোচ্ছ্বাসে নিরাপত্তা নিয়ে ভাবেন অনেকেই
উত্তাল তরঙ্গে বৈঠা বেয়ে বহুবার ভেঙেছি বুকের পাঁজর।
আজও বক্তাদের তালিকা থেকে হঠাৎ উধাও হয়ে গেছে আমার নামটি
কারণ সৎ সুন্দর শাশ^ত নীতি নৈতিকতার কথা বলি বলে
শৈশবে বাবার শেখানো বুলি নীতি আদর্শের প্রথম পাঠ
পরম শ্রদ্ধায় বুকে আগলে রাখতে উপহাসের পাত্র হতে হয়।
ইশারায় কেউ ডানে ডাকে আবার কেউ বা ডাকে বামে
ডান বামের হ্যাঁচকা টানে অস্থিত্ব কেঁপে ওঠে বারবার
যেতে হয় যাবো কিন্তু কাঙ্খিত গন্তব্য কোন দিকে
এখানে অদৃশ্য অন্ধকারে পথিক মানেই পথের কাঙাল!
বাবা তোমার প্রদর্শিত পথ ভরে উঠেছে বিষাক্ত কাটায়
কণ্টকিত পথপরিক্রমায় আমি আর কত রক্ত ঝরাবো
আজ আর কোথাও নেই এতটুকু বিশ^াসী ছায়া
উত্তপ্ত পদতল, তুমল রৌদ্দুরে তেতে ওঠে পায়ের তালু!
আর পারছি না বাবা! এবার না হয় তোমার নীতি—আদর্শের বাণী ফিরিয়ে নাও।