উৎসর্গঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে
রাসেল রাসেল ডাকি তোরে কোথায় গেলি তুই
লক্ষী ভাইটি আয় না কাছে একটু খানিক ছুঁই
বুকের ভেতর নীল—বেদনার করুণ কোলাহল
কেমন করে কোথায় লুকাই ব্যথার নোনাজল।
শূন্যঘরে একলা কাঁদি কেউ তো কোথাও নেই
তোর কথাটি ভাবতে গেলেই যায় হারিয়ে খেই
তোর মাঝে আর আমার মাঝে ছিল অনেক মিল
তুইতো জানিস কোন বেদনায় কাঁদে আমার দিল।
দূরাকাশে যেথায় থাকিস একটি কথা শোন
ভাই হারানো জ্বালায় জ্বলি আমরা দুটি বোন
চোখের জলে বুক ভেসে যায় যখন নামে রাত
কোথাও তোরে পাই না খুঁজে তবু বাড়াই হাত।
পাঠশালাতে মুগ্ধ পাঠে কাটতো যে তোর দিন
মায়ের আদর—স্নেহ পেলে বাজতো খুশির বীণ
ঘাস—ফড়িংয়ের পিছু ছুটে বিকেল হলে শেষ
তোর কী তখন পড়তো মনে বাবার উপদেশ।
পড়তে বসে হাসলে একা পড়তো গালে টোল
তোর হাসিতে সবার মনে বাজতো খুশির ঢোল
তোর টেবিলে পড়ে আছে রক্ত রঙিন বই
এ বেদনার কি যাতনা কার কাছে যে কই।
আদর করে তোর কপালে এঁকে দিতাম চুম
রূপকথার সবগল্প বলে পাড়িয়ে দিতাম ঘুম
ঘুমের ঘোরে খুঁজতি আমায় হাসু আপু কই
অতীত দিনের স্মৃতি ভেবেই পাথর হয়ে রই।
ভালোবাসার রঙ—তুলিতে আঁকি যে তোর মুখ
একনিমিশষেই তবু হারায় এক জনমের সুখ!
দুইটি বোনের বুকে ধরে পাহাড় সমান শোক
তোর জন্য করি ফরিয়াদ বেহেশত নসিব হোক।