আগন্তুক অন্ধকারে অকাল মৃত্যুর কোলাহল
বুকভাঙা শোকাশ্রুর প্লাবনে অস্তিত্ব কেঁপে ওঠে
হৃদয় বসন্তে কাঁদে সবুজ পাতার সাদাকষ্ট
দীর্ঘশ্বাসে উড়ে যায় কাঙ্ক্ষিত স্বপ্নের খড়কুটো।
এত মৃত্যুর মিছিল কোথাও দেখিনি কোনওদিন
শোক—সমুদ্রসৈকতে একাকী জীবন যেন কোনও
এক উত্তাল তরঙ্গে অস্থির কঙ্কাল । দশদিকে—
মৃত্যুময় শ্মশানের নীরব নিস্তব্ধ হাহাকার!
সামাজিক দূরত্বের দুর্ভেদ্য দেয়ালে বন্ধী আজ
তুমি আমি সহজেই ভুলে গেছি সেই সফতের
সুরে কাছে ডাকাডাকি । জীবনে জড়িয়ে মৃত্যুগন্ধ—
অভিশপ্ত একাকীত্ব পৃথিবীর কারো কাম্য নয়।
অশ্রুসিক্ত তিক্তপথে এই আমি আজ দিকভ্রান্ত—
পথিকের মত খুঁজে ফিরি এতটুকু ক্ষীণআলো
অতৃপ্ত ক্রন্দনে ন্যুব্জ বৃদ্ধের কাতর চোখে চেয়ে
নতজানু প্রার্থনায় ঊর্ধ্বে তুলে ধরি রিক্তহাত।
পকেটের তলদেশে মৃত্যুক্ষুধা জাগে সারারাত
শীতল ঘুমের ঘ্রাণে কবিতাসংসার ভাঙে নিজে
দহনের নিরুত্তাপ নিশ্বাসে বিশ্বাস গলে পড়ে
জ্বলন্ত মোমের মত । ঈশ্বর তুমিও অসহায়?