লোকারণ্যে নিজেকে নিজে খুঁজতে খুঁজতে
হয়তো একদিন পেয়ে যাবো তোমার ঠিকানা।
ইদানিং চক্রবৃদ্ধি সুদের হারের মতো
দ্রুত বেড়ে উঠছে এ জীবনের যতো ভুল
আমাকে অক্টোপাস স্বভাবে ঘিরে আছে ভুলের পাহাড়।
সাকুরা-সন্ধ্যায় গ্লাস গ্লাস তরল অন্ধকারের গভীরে
কিংবা নিকোটিন সমুদ্রে তলিয়ে যেতে যেতে
ডুব-সাঁতারে উঠে এসে সৈকতে দাঁড়িয়ে-
ভেবেছিলাম বেমালুম ভুলে গেছি তোমাকে।
অথচ হঠাৎ বুকবিদীর্ন এক দীর্ঘশ্বাসে ঝরে পড়লো
অশ্রুসিক্ত জীবনবৃক্ষের একমুঠো সবুজ পাতা-
আর বিষন্ন মেঘে ঢাকা এক যাযাবর জীবন।
সেদিনও ভেবেছি আমার কোনো বর্ণিল বর্তমান নেই
ছিলো না তেমন কোনো স্বপ্নীল অতীতও
নীল পাহাড়ের চূড়ায় তোমার অপেক্ষায় ছিলাম আমি
যেখানে বাতাস-সমুদ্রে উত্তাল তরঙ্গে ভাসে
বোধের বিষাদ, ক্রমাগত বাড়ে সম্পর্কের ঋণ।