এভাবে তোমাকে উপলদ্ধি করিনি কখনও
এই একাকিত্ব, এই নিঝুমরাত, আকাশ ছোঁয়া দীর্ঘশ্বাস,
হয়তো কোথাও নক্ষত্রের ঝরে পড়া নীলঘুমের ঘ্রাণ
এভাবে ভাবনার গভীরে প্রবেশ করিনি
কখনও কোনোদিন;
মনে হয় এই রাত তোমার চুলের চিরচেনা গন্ধেভরা
তোমার বুকের বর্ধিত সৌন্দর্যের সুগন্ধী বাতাস
বিরামহীন বইছে
বিষণ্ণতায় ভরা এই ব্যথিত বুক ছুঁয়ে
তোমার দু’টি গোলাপরাঙা ঠোঁটের স্পন্দিত আবেগ
আমার মনের আকাশে আজও ছড়িয়ে দেয়
ক্লান্তির ঘামেসিক্ত আদিম অন্ধকার-
এবং অফুরন্ত সুখ স্বপ্ন দেখার সাধ
আজকের এই ভাবনা সমগ্র ঘিরে শুধুই তুমি
তোমার পরিচিত পায়ের আওয়াজ...
প্রতিক্ষণে অণুরণিত হয় আমার আহত অনুভবের গভীরে।